ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভারতের লোকসভায় পাস হলো ওয়াক্ফ বিল

প্রকাশিত: ২০:৫০, ৩ এপ্রিল ২০২৫

ভারতের লোকসভায় পাস হলো ওয়াক্ফ বিল

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পর ৫৬ ভোটের ব্যবধানে পাস হলো ওয়াক্ফ বিল। লোকসভার ২৮৮ জন এমপি বিলের পক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে দিয়েছেন ২৩২ জন এমপি।  বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে।
বুধবার লোকসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তার আগে সরকারের অবস্থানের কথা ব্যাখ্যা করেন অমিত শাহ। এই ওয়াক্ফ (সংশোধনী) বিল  ১৯৯৫ এর ওয়াক্ফ সম্পত্তি সংক্রান্ত আইন সংশোধন করবে। ২০১৩-তেও এই আইনের সংশোধন হয়। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় বিনা বিতর্কে সর্বসম্মতিতে সেই বিল পাস হয়েছিল।  বিতর্ক যেন বিলটির পিছু ছাড়ছে না। সংশোধিত বিল অনুযায়ী, কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিল এবং ওয়াক্ফ বোর্ডে দুজন মুসলমান নন এমন সদস্য থাকা বাধ্যতামূলক। এ ছাড়া সম্পত্তি প্রদানের আরেকটি প্রাথমিক শর্ত হলো, অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্মাবলম্বী হলে একমাত্র ওয়াক্ফকে সম্পত্তি দেওয়া যাবে।

×