
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন, চীন ও ভারতের সম্পর্ক আরও দৃঢ় হওয়া উচিত। সেই সঙ্গে এই সম্পর্ক ‘ড্রাগন- হাতির ট্যাঙ্গো নৃত্যের’ মতো হওয়া উচিত, যেখানে উভয় দেশ একসঙ্গে তাল মিলিয়ে চলবে। মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে চীনের ও ভারতের রাষ্ট্রপ্রধানরা একে অন্যকে অভিনন্দন বার্তা বিনিময় করেন। এ বার্তার মাধ্যমে ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও ভারতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা উচিত। আমি আন্তর্জাতিক ইস্যুগুলোতে ভারতীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় করতে প্রস্তুত। একইসঙ্গে, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য যৌথভাবে কাজ করা প্রয়োজন।