
পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে তিন দেশ। চীনের রাজধানী বেজিংয়ে শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু ইস্যুতে আগামী ১৪ মার্চে বেজিংয়ে চীন, রাশিয়া ও ইরান বৈঠকে বসবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ঘোষণা দেন। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। খবর রয়টার্সের।
বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু এই বৈঠকের সভাপতিত্ব করবেন। এছাড়া রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বৈঠকে যোগ দেবেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয়েরই সঙ্গে চীনের সুসম্পর্ক রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্র-গ্রেডের কাছাকাছি ইউরেনিয়ামের মজুত সম্প্রসারণ নিয়ে একই দিনে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হবে।