ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে বিদ্রোহীদের হামলা

প্রকাশিত: ১৭:২০, ১১ মার্চ ২০২৫; আপডেট: ১৭:২১, ১১ মার্চ ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে বিদ্রোহীদের হামলা

ছ‌বি: সংগৃহীত

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীরা মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়।

জাফর এক্সপ্রেস বেলুচিস্তানের কোয়েটা থেকে দেশের উত্তরের পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যেখানে প্রায় ৪০০ জন যাত্রী ছিল বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ), যারা দাবি করেছে যে তারা কয়েকজনকে জিম্মি করেছে।

হামলায় ট্রেনের চালক আহত হন, যার ফলে ট্রেনটি বোলান অঞ্চলের এক নির্জন স্থানে থেমে যায়। ট্রেনে থাকা নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়।

সরকারি মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, বোলানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে।

তথ্যসূত্র: https://www.dw.com/en/pakistan-insurgents-attack-passenger-train-in-balochistan/a-71887048

আবীর

×