ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করল উত্তর কোরিয়া

প্রকাশিত: ২০:৩৮, ৬ মার্চ ২০২৫

পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করল উত্তর কোরিয়া

পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করল উত্তর কোরিয়া

কয়েক সপ্তাহ চালু রাখার পর ফের পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করল উত্তর কোরিয়া। পাঁচ বছর বিরতি দিয়ে পশ্চিমা পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করেছিল দেশটি। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই আবারও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আনল দেশটি। খবর বিবিসির।
২০২০ সালের শুরুতেই কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর ২০২৩ সালের মাঝামাঝিতে কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়। ২০২৪ সালে রাশিয়ার পর্যটকদের জন্য দুয়ার খুলে দেয় পিয়ংইয়ং। গত মাসে পশ্চিমা পর্যটকরা দেশটির পূর্বাঞ্চলীয় রাসন নামের একটি প্রত্যন্ত অঞ্চলে প্রবেশের সুযোগ পেয়েছেন। বেশ কিছু ট্যুর কোম্পানি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটিতে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। কী কারণে হঠাৎ করেই এমন পদক্ষেপ নেওয়া হলো সে বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। চীনাভিত্তিক কেটিজি ট্যুরস জানিয়েছে, তারা তাদের কোরীয় অংশীদারদের কাছ থেকে সংবাদ পেয়েছে যে, রাসন শহরটি সবার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, তারা পরবর্তী আপডেট জানাবে। ইয়াং পাইওনিয়ার ট্যুরস এবং কোরিও ট্যুরস নামের দুটি সংস্থাও একই ধরনের বার্তা দিয়েছে।

×