ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

কাকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান?

প্রকাশিত: ২০:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কাকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান?

ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যে দেশটির দক্ষিণ এশিয়ায় সীমান্ত নিয়ে চরম অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা এবং পাকিস্তান ও চীন নিয়ে আশঙ্কা প্রকাশের মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। 

দক্ষিণ এশিয়ায় ভারতের সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর তৎপরতা এবং বার্তার মাধ্যমে দেশটির সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ পেয়েছে। এক মাসের ব্যবধানে চীন ও পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতির দাবি করে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছেন, যা সীমান্ত নিয়ে ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে লাদাখ-কাশ্মীরের পর বাংলাদেশ সীমান্তের চিকেন নেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যের পর, বাংলাদেশের নাম না বললেও পরোক্ষভাবে দেশের প্রতি বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, "প্রতিবেশী দেশ ব্যবহার করে ভারতবিরোধী পাকিস্তানি সন্ত্রাসীরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।"

এর আগে, ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, পাকিস্তান সেনা ও গোয়েন্দা দল বাংলাদেশ সফর করেছে এবং সেভেন সিস্টারসের কাছে তাদের উপস্থিতি দেখা গেছে।

ভারতীয় সেনাপ্রধানের এসব মন্তব্য, সীমান্ত নিরাপত্তা ও পাকিস্তান-চীন নিয়ে উদ্বেগের মধ্য দিয়ে দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দিকে নজর রাখতে হবে, যাতে উত্তেজনা ও আতঙ্ক আরও বাড়তে না পারে।


সূত্র:https://tinyurl.com/mwx46njf

আফরোজা

×