
ছবি: প্রতীকী
গতকাল মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বারখান এলাকায় একটি বাসে হামলা চালানো হয়েছে। অস্ত্রধারীদের হামলায় লাহোরগামী এ বাসটির সাত যাত্রী নিহত হয়েছেন। অঞ্চলটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশটিতে দীর্ঘদিন ধরে বিদ্রোহীরা অঞ্চলটির স্বায়ত্তশাসন এবং সেখানকার প্রাকৃতিক সম্পদের হিস্যা চাইছে। এ নিয়ে কয়েক দশক ধরেই পাকিস্তান সরকারের সাথে বিদ্রোহীদের লড়াই চলছে।
জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে বলেন, 'সশস্ত্র প্রায় ৪০ ব্যক্তি কতগুলো বাস ও যানবাহন থামিয়ে পরিচয়পত্র তল্লাশি করতে থাকে। এরপর তারা বাস থেকে সাত যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে। নিহত সাতজনই মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।'
এই হামলা এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী, তা এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত শুক্রবার কয়লা খনির শ্রমিকদের একটি গাড়িতে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
গত আগস্টে পাকিস্তানে রাস্তার পাশে একটি হামলার ঘটনায় ২৩ জন নিহত হয়েছিলেন। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল।
উল্লেখ্য, পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কয়েকটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে, বিএলএ সেগুলোর মধ্যে অন্যতম।
রাকিব