ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

কাবুলে মাটির নিচে বাজার

প্রকাশিত: ২০:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

কাবুলে মাটির নিচে বাজার

আফগানিস্তানের রাজধানী কাবুলকে নতুন করে গড়ে তুলছে দেশটির তালেবান সরকার। যার অংশ হিসেবে নিউ কাবুল সিটি তথা নতুন কাবুল শহর নামে অত্যাধুনিক শহর প্রকল্পের এগিয়ে চলেছে। এবার কাবুলে মাটির নিচে তৈরি করা হচ্ছে বিশাল বাজার যার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। তালেবানের দাবি, ভূগর্ভস্থ বাজারটি কার্যকরভাবে শহুরে যানজট কমাবে। খবর এনডিটিভির। তোলো নিউজের এক প্রতিবেদন মতে, কাবুল শহরের পুল-ই-খেস্তি এলাকায় তৈরি হচ্ছে ভূগর্ভস্থ বাজার। এরই মধ্যে এর নির্মাণকাজ ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কাবুল পৌরসভা। কেন মাটির নিচে বাজার তৈরি করা হচ্ছে এ ব্যাপারে পৌরসভার প্রতিনিধি নেমাতুল্লাহ বারাকজাই বলেছেন, এই ভূগর্ভস্থ বাজার নির্মাণের উদ্দেশ্য হল শহুরে যানজট কমানো এবং নতুন বাণিজ্যিককেন্দ্র স্থাপন করা। পুল-ই-খেস্তি কাবুল শহরের ঐতিহাসিক ও ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে একটি, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ব্যস্ত। এই এলাকার রাস্তা ও ফুটপাতগুলো হকার তথা  ভ্রাম্যমাণ বিক্রেতাদের দখলে থাকে। ফলে দেখা দেয় ভয়াবহ যানজট। বারাকজাই বলেন, পুল-ই-খেস্তি মসজিদ এলাকায় এই ভূগর্ভস্থ বাজার তৈরি করা হচ্ছে, যার ৯০ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা এবং এলাকায় রাস্তার হকার ও বিক্রেতাদের নির্মূল করা। এই ভূগর্ভস্থ বাজারে ৩৬০টি দোকান থাকছে। আর প্রবেশের জন্য থাকছে ছয়টি পয়েন্ট বা পথ। ভূগর্ভস্থ বাজার প্রকল্পের একজন কর্মচারী আজমল বলছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ও মূল্যবান একটি প্রকল্প।

×