ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

প্রকাশিত: ০৯:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

নিজের বিয়েতে নেচে থাকেন অনেকেই। সেই নাচ কারও অনুরোধে হতে পারে আবার  নিজের শখের জন্যও হতে পারে। তবে নাচ দেখে বিয়ে ভেঙে দেওয়ার ঘটনা হয়তো বিরল। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়দিল্লিতে। বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের অনুরোধ রাখতে গিয়ে নাচেন বর। এই নাচ দেখে বিয়েটাই ভেঙে দেন কনের বাবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

খবরে বলা হয়, তখন সবে সন্ধ্যা নেমেছে। ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে দিল্লির গন্তব্যে পৌঁছেন বর। চারদিকে উচ্ছ্বাস-উন্মাদনা। শুরু হয়েছে নাচানাচি। বর ও কনে পক্ষের সকলে নাচানাচিতে মেতে উঠেন।

কিছুক্ষণের মধ্যে বরকেও সকলে নাচতে অনুরোধ করেন। নাচের লোভ সামলাতে পারেননি বর। সে সময়ই হঠাৎ বেজে ওঠে 'চোলি কা পিছে কেয়া হ্যায়' গান। বরও তালে তাল মিলিয়ে নাচতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যম নবভারতকে জানান, বরের নাচ ভালোভাবে নেননি তাঁর হবু শ্বশুর। এরপর তিনি বিয়ে ভেঙে দেন। কনের বাবা জানিয়েছেন, বরের নাচ তাঁদের পারিবারিক মূল্যবোধে আঘাত করেছে। এ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন বর। 

হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি। মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।

এক নেটিজেন লেখেন, ‘শ্বশুর ভালো সিদ্ধান্ত নিয়েছে। এমন না করলে তাঁর প্রতিদিনই নাচ দেখতে হতো।’ 

আরেক নেটিজেন লেখেন, ‘এটা কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না। এটা ছিল এলিমিনেশন রাউন্ড।’

সজিব

×