ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ভারত-পাকিস্তান উত্তেজনা

ভারতকে কঠোর হুশিয়ারি পাকিস্তানের

প্রকাশিত: ১৫:৩২, ১৮ জানুয়ারি ২০২৫

ভারতকে কঠোর হুশিয়ারি পাকিস্তানের

ছবি: সংগৃহীত।

দেশভাগের পর থেকেই বৈরী সম্পর্ক বজায় থাকা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দিবেদির এক মন্তব্যে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

পাকিস্তানকে "সন্ত্রাসবাদের এপিসেন্টার" হিসেবে উল্লেখ করায় ভারতের সেনাপ্রধানের কঠোর সমালোচনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ মন্তব্যকে "বাস্তবতা বিবর্জিত" এবং ভারতের "অক্ষমতার বহিঃপ্রকাশ" বলে অভিহিত করেছে। জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী ভারতের সামরিক নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে জেনারেল উপেন্দ্র দিবেদি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, জম্মু-কাশ্মীরে অস্থিরতা ও সন্ত্রাসী কার্যকলাপ উস্কে দিতে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। ভারতের সেনাপ্রধান আরও জানান, ২০২৪ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে নিহত জঙ্গিদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানি নাগরিক ছিলেন।

এই বক্তব্যের জবাবে আইএসপিআর এক বিবৃতিতে জানায়, পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু বলা সম্পূর্ণ মিথ্যা এবং প্রমাণবিহীন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারতের সেনাবাহিনীর রাজনীতিকরণ চরম পর্যায়ে পৌঁছেছে। সেনাপ্রধানের বক্তব্য তারই প্রমাণ। জম্মু-কাশ্মীরে ভারতের অত্যাচার এবং নিপীড়ন আজও থামেনি।

আইএসপিআরের মতে, কাশ্মীরিরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে স্বীকৃত। তবে ভারত সেই অধিকারকে দমন করতে নিরস্ত্র জনগণের ওপর দমনপীড়ন চালাচ্ছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ভারতের সেনাপ্রধান জম্মু-কাশ্মীরে তার দায়িত্ব পালনকালে চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন। এছাড়া, একজন ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়ার বিষয়টিও উল্লেখ করে পাকিস্তান।

পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীর নিয়ে চলা বিরোধের সমাধান যে শিগগিরই হচ্ছে না, বরং জটিলতা আরও বাড়ছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=ehKRBSnrRRY&t=236s

সায়মা ইসলাম

×