বিজিবি ও বিএসএফ
সীমান্ত উসকানি নিয়ে ঢাকাকে কড়া বার্তা ভারতের। একের পর এক উস্কানি মালদা সীমান্তে। যেখানে কাঁটাতার দিতে রীতিমত বাধা বিএসএফ’কে বিজিবির।
মালদার মহদীপুর সীমান্তে গেলেন রাজ্যের পুলিশ প্রধান। বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সমন্বয় আরও মজবুত করার ওপর জোর দিলেন রাজীব কুমার। একই দিনে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলাদা বৈঠক করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের জিওসি জি।
বারবার যুদ্ধ জিগির। কখনও কাঁটাতারের বেড়া দিতে বাধা। কখনও সীমান্তে বাঙ্কার বানানোর চেষ্টা। ওপার থেকে লাগাতার উস্কানি।
মালদার মহদীপুর সীমান্তে পৌঁছে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। পুলিশের সঙ্গে বিএসএফের সমন্বয় আরও মজবুত করতে বৈঠকে জোর দেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে এদিন আলাদা করে বৈঠক করেন বিএসএফের ইস্টার্ন কমান্ডার এ ডি জিও। সেখানে হাজির ছিলেন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ একাধিক ফ্রন্টিয়ারের বিএসএফ এর আইজি ও অন্যান্য আধিকারিকরা।
সীমান্ত নিয়ে সারজিস আলম বলেন, হাসিনা তার ক্ষমতা হাতিয়েছে এই বাংলাদেশের মানুষের উপরে। কিন্তু ওই শেখ হাসিনা কাঁটাতারের ওপারে ভারতের মোদির পায়ের তলায় গিয়ে বসে থাকত।’
আগাস্টে শেখ হাসিনার দেশত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। হাসিনা বিরোধী আন্দোলন এবং এই অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় বিএনপি।
কখনও মালদা কখনও মেখলিগঞ্জ কখনও ত্রিপুরা বারবার সীমান্তে উস্কানি। আর এই সীমান্তে উস্কানি এবার ঢাকাকে কড়া বার্তা দিল্লীর। কাঁটা তারের বেড়ায় বাধা বরদাস্ত নয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষায় আরো বৈদ্যুতিন নজরদারি বাড়াতে তৎপরতা। পাশাপাশি সীমান্তে উত্তেজনা নিয়েও বাংলাদেশকে সতর্ক করল ভারত।
সূত্র: নিউজ১৮। https://www.youtube.com/watch?v=z-vPpFE0O3w
এম হাসান