গ্রেপ্তার। প্রতীকী ছবি।
টিউশন পড়ে দুপুরে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। পথ আটকে মাঝ রাস্তায় তাকে চুম্বনের অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। ভারতের মেমারি থানা এলাকার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। তাকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হলে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম মিঠুন শিকদার। তিনি মেমারি থানার আমবাগান এলাকার বাসিন্দা। অভিযোগ, টিউশন পড়ে হেঁটে বাড়ি ফিরছিল ১৬ বছর বয়সের ওই ছাত্রী। সেই সময় মিঠুন পথ আটকে তাকে চুম্বন করেন। ভয় পেয়ে ছাত্রী বাড়িতে চলে আসে। ওই ছাত্রী পরিবারের লোকজনকে ঘটনাটি জানাতেই তারা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর গৃহশিক্ষককে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ। তার মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করতে সিজেএমকে নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক।
এর আগে, এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। তা নিয়ে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে ঝামেলায় হয় তার। এবার ছাত্রীকে চুম্বনের অভিযোগ উঠল।
এম হাসান