ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

১০০ বিলিয়নের ক্লাবে নেই আম্বানি-আদানি!

প্রকাশিত: ১৮:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৪

১০০ বিলিয়নের ক্লাবে নেই আম্বানি-আদানি!

আদানি-আম্বানি

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। ক্রমবর্ধমান ব্যবসায়িক চ্যালেঞ্জের কারণে তারা দুজন ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে পড়েছেন।

আজ ১৬ ডিসেম্বর পর্যন্ত আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ১৭.১৫ লাখ কোটি রুপি এবং আদানি এন্টারপ্রাইজের মার্কেট ক্যাপ ২.৯০ লাখ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আজ সোমবার ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮ লাখ ২২ হাজার ৯২৫ কোটি রুপি)।

তালিকায় ১৯তম স্থানে থাকা গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৮২.১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫১৭ কোটি রুপি)।

আম্বানি ও আদানির ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে যাওয়ার পেছনে সাম্প্রতিক সময়ে ব্যবসায় ধাক্কাকেই চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। রিলায়েন্সের এনার্জি ও রিটেল ব্যবসা কিছুটা থমকে যাওয়ায় আম্বানির সম্পত্তির পরিমাণ কমেছে। ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ের সময় মুকেশ আম্বানির মোট সম্পত্তি ১২০.৮ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। তা কমে এসেছে ৯৬.৭ বিলিয়ন ডলারে। 


অন্য দিকে মার্কিন বিচার বিভাগের তদন্তের মুখে পড়ে আদানির সম্পত্তির পরিমাণ কমেছে। নভেম্বরে আদানির ১২২.৩ বিলিয়ন ডলারের সম্পত্তি কমে হয়েছে ৮২.১ বিলিয়ন ডলার। 

ব্লুমবার্গের ধনী ব্যক্তিদের তালিকার প্রথম ১০০তে জায়গা করে নিয়েছেন একাধিক ভারতীয় শিল্পপতি। তাঁদের প্রত্যেকেরই মোট সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এইচসিএল টেকনোলজির কর্তা শিব নাদারের সম্পত্তির পরিমাণ গত এক বছরে ১০.৮ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৪৪.৭ বিলিয়ন। ব্লুমবার্গের তালিকায় ৩৪ নম্বরে রয়েছেন তিনি। তালিকায় ৩৮তম স্থানে থাকা ভারতীয় শিল্পপতি শাপুর মিস্ত্রির সম্পত্তির পরিমাণ ৪১.৬ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গের তালিকায় প্রথম ১৫ জনের মধ্যে ১৪ জনই আমেরিকান। শীর্ষে রয়েছেন টেসলার ইলন মাস্ক, দ্বিতীয় স্থানে অ্যামাজনের জেফ বেজোস, তৃতীয় স্থানে মেটার মার্ক জাকারবার্গ, চতুর্থ স্থানে ল্যারি এলিসন ও পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বিল গেটস রয়েছেন তালিকার সপ্তম স্থানে এবং ওয়ারেন বাফেট দশম।

আর কে

×