ছবি সংগৃহীত
চলতি বছরের নভেম্বরে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। যা ৫৫ শতাংশ ৫৫ শতাংশ কমে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০২২ সালের জুনের পর এই প্রথমবার সর্বনিম্ন স্তরে তেল আমদানি নেমে এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুশ তেল আমদানির এই রেকর্ড পরিমাণ হ্রাসের ফলে ভারতে বড় ধরনের অর্থনৈতিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এই তথ্য প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রুশ তেল আমদানির এই হ্রাস ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির ৪৭ শতাংশ কিনেছে চীন। ভারতের অবস্থান দ্বিতীয়, যা রপ্তানির ৩৭ শতাংশ। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক প্রত্যেকে কিনেছে ৬ শতাংশ।
তবে রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। সিআরইএ-এর তথ্য অনুযায়ী, রাশিয়ার পর ইরাক এবং সৌদি আরব ভারতের জ্বালানি তেলের মূল উৎস হিসেবে অবস্থান করছে।
চীন এবং ইউরোপীয় ইউনিয়নের তুলনায় ভারতের রুশ তেল আমদানিতে এমন বড় ধরনের হ্রাস আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থানকে প্রভাবিত করতে পারে। এটি শুধু জ্বালানি খাত নয়, অর্থনীতির অন্যান্য খাতেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আশিকুর রহমান