ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

গালাগাল দিলেই ৫০০ টাকা জরিমানা গুনতে হয় যে গ্রামে 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:০৮, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৬:১০, ১২ ডিসেম্বর ২০২৪

গালাগাল দিলেই ৫০০ টাকা জরিমানা গুনতে হয় যে গ্রামে 

গ্রামের মহিলা

রাগ হলেই মুখ দিয়ে কুকথা বেরিয়ে আসে? তা হলে আপনার পক্ষে এই গ্রামে যাওয়াটা খরচ সাপেক্ষ। কথায় কথায় খেউড় করলেই গুণতে হবে জরিমানা। মহারাষ্ট্রের অহল্যানগরের সৌন্দালা গ্রামে এমনই নিয়ম তৈরি করেছে গ্রামসভা। বিশেষত, নারী সমাজের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন গ্রাম সভার সদস্যরা।

গ্রাম সভা মহিলাদের মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা করার জন্য অশ্লীল ভাষা প্রয়োগের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে। সেখানে জানানো হয়, কোনও বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সময় মহিলাদের প্রতি অশ্লীল ভাষা বা কুকথা প্রয়োগ করা যাবে না। যাঁরা কুকথা প্রয়োগ করবেন, তাঁদের গ্রামসভা ৫০০ টাকা জরিমানা করবে।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তর্কাতর্কি বা উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় অনেকেরই ‘গালাগালি’ দেওয়ার প্রবণতা থাকে। সেগুলি বেশিরভাগই নারীকেন্দ্রিক হয়ে থাকে। মহিলাদের প্রতি অবমাননা বন্ধ করতেই কুকথা বলা নিষেধ করা হয়েছে। 

পঞ্চায়েত প্রধান শরদ বলেন, ‘যাঁরা এই ধরনের ভাষা ব্যবহার করেন, তাঁরা ভুলে যান যে তাঁরা মা-বোনের নামে যা বলে তা তাঁদের পরিবারের নারী সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অশ্লীল শব্দ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং যাঁরা খারাপ শব্দ ব্যবহার করে তাঁদের ৫০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছি।’

মহারাষ্ট্রের এই গ্রামের অর্থনীতি মূলত আখ চাষের উপর নির্ভরশীল। মহিলাদের প্রতি কুকথা প্রয়োগ বন্ধ করাই নয়, নারী সমাজের বিরুদ্ধে চিরাচরিত একাধিক প্রথাও বন্ধ করা হয়েছে এই গ্রামে। পঞ্চায়েত প্রধান জানান, বিধবা নারীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতিনীতিতে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। একই ভাবে আমাদের গ্রামে স্বামীর মৃত্যুর পরে মহিলাদের সিঁদুর মুছে ফেলা, মঙ্গলসূত্র খুলে ফেলা এবং চুড়ি ভাঙাও নিষিদ্ধ।

শহীদ

×