ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

৬ চিকিৎসাকর্মীসহ নিহত ৫৯

লেবাননে মুহুর্মুহু ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২৩ নভেম্বর ২০২৪

লেবাননে মুহুর্মুহু ইসরাইলি হামলা

বৈরুতের শহরতলিতে ইসরাইলি হামলায় আবাসিক ভবন বিধ্বস্ত

ইসরাইলের মুহুর্মুহু বিমান ও স্থল বাহিনীর হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে ৬ চিকিৎসকর্মীসহ নিহত হয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন আরও ১১২ জন। শনিবার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরাইলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে। খবর আনাদোলু এজেন্সির।
ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরাইল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠার পর থেকে বিগত দশকগুলোতে সীমান্ত অঞ্চলে ইসরাইলের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ, তবে উভয়পক্ষের সংঘাত গুরুতর রূপ নিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর।

এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরাইলি সেনাবাহিনী। গত বছরের অক্টোবর থেকে তীব্র সীমান্ত সংঘর্ষের পর, চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। লেবানন ভূখ-ে ইসরাইলি সেনাদের যেসব ইউনিট কাজ করছে, প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে ইসরাইল। সম্প্রতি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) প্রকাশিত ভিডিওতে নারী সেনার দলকে সাঁজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা গিয়েছে তাদের। পাশাপাশি, জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিলেন তরুণী যোদ্ধারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারশেন দক্ষিণ লেবানন।

এর অভিজ্ঞতা নিয়ে তেহিলা নামের ২১ বছরের এক তরুণী সেনা দ্য জেরুজালেম পোস্টকে বলেন, আমরা হেঁটে হিজবুল্লাহ যোদ্ধাদের এলাকায় ঢুকে তাদের চিহ্নিত করেছি। সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। এটা কোনো গুপ্তচরবৃত্তি নয়। দলের সবাই হাতিয়ার নিয়ে গিয়েছিলাম। আইডিএফের আইট ব্যাটালিয়নে কর্পোরাল পদে রয়েছেন তেহিলা। ২০ বছর বয়সী শেনি নামের আরেক কর্পোরাল পদধারী বলেন, আমরা লেবাননের ভিতরে দেড় কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই। আমাদের সৈনিকরা যে এলাকাগুলোর এখনো খোঁজ পাননি, সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের।

×