ভারতের আগামী উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ভারতীয় কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
কংগ্রেস শিবিরের লক্ষ্য, প্রিয়াঙ্কাকে অন্তত পাঁচ লাখ ভোটের ব্যবধানে জেতানো। যদিও ওয়ানড়ের ভোটের হার কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে কংগ্রেস নেতাদের।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত বুধবার ওয়ানড় আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখানে ভোট পড়েছে ৬৪ দশমিক ৭২ শতাংশ। যা এই লোকসভা কেন্দ্রটির ইতিহাসে সবচেয়ে কম।
প্রিয়াঙ্কা গান্ধীর মতো নামী প্রার্থী থাকার পরও ওয়ানড় আসনের এই কম ভোটের কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, উপনির্বাচনে সরকার বদলের সুযোগ না থাকায় ভোটারদের মধ্যে আগ্রহ কম থাকে। তাছাড়া এই অঞ্চলে সম্প্রতি বড় প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অনেকে,ঘড়ছাড়া হয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় অনেকের অনীহা হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, সব ফ্যাক্টরই প্রিয়াঙ্কার বিপক্ষে যাচ্ছে। তবে কংগ্রেস নেতৃত্ব তাঁর জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী।
গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়ানড় দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন রাহুল গান্ধী। তবে প্রোটোকল অনুযায়ী, একটি আসন ছাড়তে হয় তাকে। তিনি রায়বরেলিকে বেছে নিয়েছিলেন। তার ছেড়ে যাওয়া ওয়ানড় আসন থেকে ভোটের রাজনীতিতে অভিষেক হয় প্রিয়াঙ্কার।
তানজিলা