ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ৬ নভেম্বর ২০২৪

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

ইয়োভ গ্যালান্ট

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি জানানোয় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত এক চিঠিতে নেতানিয়াহু গ্যালান্টকে বলেছেন, এই চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার মেয়াদ শেষ হবে। চিঠির শেষে নেতানিয়াহু লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। খবর টাইমস অব ইসরাইলের।
গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাটল ধরেছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বহির্ভূত। গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরাইলের শত্রুদের সহায়তা করার অভিযোগও তোলেন নেতানিয়াহু। সমালোচকেরা নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থকে নিরাপত্তার ওপরে স্থান দেওয়ার অভিযোগ করে আসছেন।

বিশেষত যখন ইসরাইল ২৬ অক্টোবরে ইরানে হামলার ঘটনায় ইরানি প্রতিশোধের আশঙ্কায় রয়েছে। গ্যালান্টের অপসারণের পর প্রতিবাদে ইসরাইলিরা মহাসড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। গ্যালান্ট ও নেতানিয়াহু উভয়ই ডানপন্থি লিকুদ দলের সদস্য। তবে গাজায় হামাসের সঙ্গে চলমান ১৩ মাসব্যাপী যুদ্ধে দুইজনের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

×