ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ঈশ্বরে মিলায় মোদি-ট্রাম্প, বিশ্বাসে মিল দুই রাষ্ট্রনেতার

প্রকাশিত: ১৬:২০, ৬ নভেম্বর ২০২৪

ঈশ্বরে মিলায় মোদি-ট্রাম্প, বিশ্বাসে মিল দুই রাষ্ট্রনেতার

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এবং হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেকে আমাকে বলেন, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, একটা বিশেষ উদ্দেশ্যে।

দ্বিতীয়বার মার্কিন মসনদে বসাটা ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে ট্রাম্পের। মার্কিন নির্বাচনের ফলাফলে জয়ের ইঙ্গিত মিলতেই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী যে সুরে কথা বললেন, তা অনেকটা মিলে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। 

লোকসভা ভোটের আগে মোদি বকলমে বলে দিয়েছিলেন, তিনি সাধারণ মনুষ্য সন্তান নন। তার মধ্যে ঈশ্বরপ্রদত্ত শক্তি রয়েছে। প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের ভাষণেও সেই একই সুর। আর হবু মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘আমাকে বাঁচিয়ে রেখেছেন ঈশ্বর। একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হল আমেরিকার হৃতগৌরব ফিরিয়ে আনা।’

ট্রাম্পের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার অবশ্য একটা কারণ আছে। ভোটের আগে হবু মার্কিন প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। দুষ্কৃতীর গুলি তার কান ছুঁয়ে বেরিয়া যায়। 

নিজের বিজয়ী ভাষণে সোনার আমেরিকার স্বপ্ন দেখালেন ট্রাম্প। যে স্বপ্ন মোদিও দেখান ভারতবাসীকে। ট্রাম্প বলে গেলেন, ‘এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।’

এরপরই তার বক্তব্য, ‘ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন এক বিশেষ উদ্দেশ্যে। সেটা হল আমেরিকাকে ফের জগৎসভার শ্রেষ্ঠ দেশের আসনে বসানো। জানি কাজটা কঠিন। কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে লড়াই করব।’

যেমনটা এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ভোটের আগে। মোদিকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।’

এমনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মিল অনেক। দুজনে একে অপরের ভালো বন্ধু। চারিত্রিক বৈশিষ্ট এবং রাজনৈতিক মতাদর্শগতভাবেও একে অপরের সমকক্ষ। এবার ঈশ্বরের প্রতি অগাধ আস্থাতেও যেন মিলে গেলেন ট্রাম্প এবং মোদি।

এম হাসান

×