ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বছরের শেষদিকে সরকারি চাকরিজীবীদের ছুটি আর ছুটি

প্রকাশিত: ১৭:৪২, ৫ নভেম্বর ২০২৪

বছরের শেষদিকে সরকারি চাকরিজীবীদের ছুটি আর ছুটি

সরকারি চাকরিজীবী।

গেল অক্টোবর মাসের অর্ধেকটাই ছিল ছুটি ছিল সরকারি চাকরিজীবীদের। হবে না-ই বা কেন? বাঙালির বারো মাসে তেরো পার্বণের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা ছিল সে সময়ে। সেইসঙ্গে গান্ধীজির জন্মদিন থেকে লক্ষ্মীপুজা- ছুটি আর ছুটি। আর মাসের শেষ দিনটাও ছুটি পেয়েছিলেন তারা। কারণ, ৩১ অক্টোবর ছিল কালীপুজা।

এদিকে, চলতি মাস নভেম্বরের ৩০ দিনের ১৪ দিনই ছুটি। সঙ্গে ডিসেম্বরের প্রথম দিনটাও ধরতে হবে। কারণ, তাতে টানা ছুটির মজাটা পাওয়া যাবে।

কলকাতা রাজ্য সরকারের পক্ষে অর্থ দপ্তর প্রতি বছর নভেম্বর মাসেই পরের বছরের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে থাকে। আর সেই নভেম্বর এবার ছুটিতে ভরা। ৩১ অক্টোবর কালীপুজার দিনটা ছিল বৃহস্পতিবার। তবে রাজ্য সরকার এর পরদিন ১ নভেম্বরও ছুটি দিয়ে রেখেছিল। সেই শুক্রবার ছুটির পর শনি ও রবি মিলিয়ে চার দিনের ছুটি হতে পারত। কিন্তু রবিবার মানে ৩ নভেম্বর আবার ভ্রাতৃদ্বিতীয়া। তবে রাজ্য সরকার ‘পুষিয়ে দিয়েছে’। পরদিন সোমবারও ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করা রয়েছে। মানে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা পাঁচ দিনের ছুটি।

এর পরে দু’দিনের অফিস। ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। সে দিনটা বৃহস্পতিবার। রাজ্য সরকার ছুটি দিতে কার্পণ্য না করে পরের দিনটা মানে শুক্রবার ছটের ‘ফাউ ছুটি’ দিয়ে রেখেছে। এরপর আবার শনি ও রবিবার। ফলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি। এর পরে কয়েক দিনের ছুটি-বিরতি। 

আগামী ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেটাও আবার শুক্রবার। আবার শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি। এতটা লম্বা ছুটি আর মিলবে না নভেম্বরে। তবে ২৩ ও ২৪ তারিখ শনি, রবি বার। আবার মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ফলে ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে। ওই মাসটায় অবশ্য শনি, রবি বাদ দিলে ছুটি একটাই। ২৫ ডিসেম্বর বড়দিন। এবার সেটাও পড়েছে বুধবারে।

এম হাসান

×