ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

২৪ ঘণ্টায় নিহত দুই শতাধিক

গাজা-লেবাননে ইসরাইলি হামলা চলছেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ৩০ অক্টোবর ২০২৪

গাজা-লেবাননে ইসরাইলি হামলা চলছেই

ইসরাইলি হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের ওপর বসে আছেন ফিলিস্তিনিরা

গাজা ও লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার ইসরাইলি হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এদিন গাজায় বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে বিমান হামলায় নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১৪৩ ফিলিস্তিনি মারা গেছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে কয়েকজন ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে লেবাননে ইসরাইলি হামলায় শেষ ২৪ ঘণ্টায় ৭৭ জন মানুষ প্রাণ হারিয়েছে। খবর আলজাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বুধবার সারাদেশে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলি সেনাদের এক সমাবেশে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজা যুদ্ধের শুরু থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সমর্থনের প্রমাণস্বরূপ ইসরাইলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছে তারা। এভাবে গত এক বছর ধরে লেবাননের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়ে ইসরাইল। লেবাননে ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৭৮৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। 
এদিকে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা ও মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখী যুদ্ধে আটকে গেছে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখন ছেলের বিয়ে আয়োজনের পক্ষ নন নেতানিয়াহু। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরাইলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এই তথ্য জানিয়েছে।

আভনার নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেলআবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়। 
এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়। সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে হিজবুল্লাহর ওই দিনের ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবনে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে চিত্র উঠে আসে। বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাঁচ ফেটে যায়।

×