ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

কিউবায় প্রেসিডেন্টের নেতৃত্বে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

প্রকাশিত: ০০:৩৩, ১৬ অক্টোবর ২০২৪

কিউবায় প্রেসিডেন্টের নেতৃত্বে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার প্রতিবাদে কিউবাতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজপথে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান কর্মসূচি পালনরত দুই শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। গাজা যুদ্ধে ইসরাইলকে মার্কিন সহায়তা প্রদান বন্ধের দাবিতে মঙ্গলবার তারা এই কর্মসূচি গ্রহণ করেন। খবর আলজাজিরার।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এবং কমিউনিস্ট-পরিচালিত এই দ্বীপ রাষ্ট্রটির অন্য নেতাদের নেতৃত্বে হাজার হাজার কিউবান নাগরিক রাজধানী হাভানায় মিছিল করেছেন। এই বিক্ষোভ-মিছিলে কিউবায় বসবাসরত প্রায় ৪৫০ জন ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীও অংশ নেয়।

×