তসলিমা নাসরিন
বরাবরই নিজেকে সমালোচনার পাত্র করে আলোচনায় আসতে পছন্দ করেন তসলিমা নাসরিন। এবার ‘মুসলমানরা আমাকে মসজিদের ইমাম বানিয়ে পেছনে দাঁড়িয়ে পুরুষেরা নামাজ পড়বে’- এমন মন্তব্য করে নতুন করে সমালোচনার সৃষ্টি করেছেন তিনি।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট তিনি এ কথা বলেন তিনি।
তসলিমা নাসরিন বলেন, ‘মুসলমানরা কি হিন্দুদের মতো উদার হতে পারবে? পারবে আমাকে, এক নাস্তিককে, যে ধর্মবিশ্বাসী নয়, যে অন্য ধর্মের মতো ইসলামেরও সমালোচনা করে তাকে দিয়ে মসজিদের উদ্বোধন করাতে?
তিনি বলেন, পারবে আমাকে মসজিদের ইমাম বানাতে যার পেছনে দাঁড়িয়ে পুরুষেরা নামাজ পড়বে? আমাকে কি পুরুষেরা যে মিলাদে উপস্থিত থাকে, সেই মিলাদ পড়াতে দেবে? তাদের মসজিদ কমিটির নেত্রী করবে আমাকে? না তারা করবে না। তারা শুধু ঘৃণা করবে, তাদের আশেপাশে আমাকে পেলে তারা আমার ‘কল্লা কাটবে’। এটিই তারা জানে ভালো।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞানবিশ্বাসী হিসেবে আমি যে কোনো ধর্মের মতো হিন্দু ধর্মের সমালোচনা করি। তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের সমালোচনা করি। নারীবাদী হিসেবে তাদের করভা চৌত, সিঁদুর খেলা, শাঁখা সিঁদুরের সমালোচনা করি। এ কারণে তারা আমাকে বহিষ্কার করেনি, ঘৃণা করেনি, আমাকে মুণ্ডু কেটে নেওয়ার ফতোয়া দেয়নি।’
এদিকে নিজেকে নাস্তিক দাবি তুলে তসলিমা বলেন, ‘আমি নাস্তিক, আমি হিন্দু নই, আমি হিন্দু, ক্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, ইসলাম কোনো ধর্মেই বিশ্বাস করি না।’
এম হাসান