ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কেন বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি? 

প্রকাশিত: ১০:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪

কেন বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি? 

নরেন্দ্র মোদি

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওর শুরুতেই দেখা যায়- সদ্য জন্ম নেওয়া গরুর বাছুরটিকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে হাঁটছেন নরেন্দ্র মোদি।

এরপর বাছুরটির গলায় একটি মালা এবং উত্তরীয় পরিয়ে দেন পূজায় উপবিষ্ট মোদি। এ সময় সদ্যজাত বাছুরটিকে কোলে তুলে নিয়ে চুমুও দেন তিনি।

এক্সে পোস্ট করা ওই ভিডিওর পরের সিকোয়েন্সে দেখা যায়- অভিজাত একটি সোফায় বাছুরটিকে নিয়ে বসে আছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার ডানকোলে শুয়ে আছে প্রাণীটি। এ সময় এটির কপালে হালকা করে হাত বুলিয়ে দেন মোদি। বাছুরটিও চুপচাপ নিচ্ছিল এই উষ্ণ আদর।

এরপর ফিল্মি কায়দায় বাছুরটিকে কোলে নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। পরের অংশেই দেখা যায়- গাছপালাবেষ্টিত একটি উদ্যানে আদুরে সদ্যজাত বাছুরটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে নরেন্দ্র মোদি লেখেন, বাছুরটির মাথায় রয়েছে সাদা একটি দাগ। যেটির সঙ্গে আলোর সাদৃশ্য রয়েছে। আর মাথায় সুন্দর দাগ থাকায় তিনি বাছুরটির নাম দিয়েছেন ‘দীপজ্যোতি’।

তাসমিম

×