ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নৌবাহিনী শক্তিশালী করছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ৮ সেপ্টেম্বর ২০২৪

নৌবাহিনী শক্তিশালী করছেন কিম

নৌঘাঁটি পরিদর্শন শেষে হাস্যোজ্জ্বল কিম জং উন

উত্তর কোরিয়ার একটি নৌঘাঁটি নির্মাণ কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির নেতা নেতা কিম জং উন। রবিবার ঘাঁটিটি পরিদর্শনের সময় নৌবাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি। কিম জং উন শীঘ্রই নৌবহরে বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত করবেন। এই জাহাজগুলো নোঙর ও চলাচলের জন্যই নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন কিম। খবর কেসিএনের।
বন্দর রক্ষার জন্য বিমান-বিধ্বংসী ও উপকূলীয়-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন কিম। অবশ্য দেশটির কোনো অঞ্চলে নৌঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে তা প্রকাশ করা হয়নি। এ ছাড়া রবিবার একটি শিপইয়ার্ড পরিদর্শন করেছেন কিম। এ সময় তিনি জাহাজ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেন। এরপর একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানও পরিদর্শন করেছেন তিনি। এ সময় তিনি নতুন ও উন্নত সামরিক যন্ত্রপাতির কার্যকারিতা নিশ্চিত করতে যুদ্ধাস্ত্র উৎপাদনকে আরও বৈজ্ঞানিক ও আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

×