ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বৃদ্ধকে প্রাণে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন তরুণী

প্রকাশিত: ১৭:০৮, ১৮ জুলাই ২০২৪

বৃদ্ধকে প্রাণে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন তরুণী

বিমানবন্দরে বৃদ্ধকে চিকিৎসা দিচ্ছেন তরুণী

ভারতের দিল্লি বিমানবন্দরে এক ব্যক্তি হার্ট অ্যাটাক করলে তাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এক তরুণী ডাক্তার। বিমানবন্দরের টার্মিনাল টু-তে ফুড কোর্টে হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি।

ঘটনাচক্রে সেখানেই উপস্থিত ছিলেন ওই নারী চিকিৎসক। বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন তিনি। বুকের উপরে পাম্প করে ফের বৃদ্ধের হৃদযন্ত্র সচল করার চেষ্টা করেন ওই চিকিৎসক। তার ক্রমাগত চেষ্টাতেই পাঁচ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি চোখ মেলে তাকান। 

পাম্প করে ওই বৃদ্ধের হৃদযন্ত্র সচল করার পাশাপাশি তাকে সাহস জোগাতে থাকেন ওই চিকিৎসক। এছাড়া বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানায় নারী চিকিৎসক। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ ওই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করে। ওই ডাক্তারের নাম বিশ্বরাজ ভেমালা।  ভাইরাল ভিডিওর সৌজন্যে তিনি এখন সমাজমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন।

 

শহিদ

×