ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১

৪৭ কোটি টাকা জিতে উত্তেজনায় অচেতন জুয়াড়ি

প্রকাশিত: ১২:৫৯, ২৭ জুন ২০২৪

৪৭ কোটি টাকা জিতে উত্তেজনায় অচেতন জুয়াড়ি

এত পরিমাণ অর্থ জেতার আনন্দেই বেশ উত্তেজিত হয়ে যান তিনি।

সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে ৪৭ কোটি ২৯ লাখ টাকা জেতার পর অচেতন হন এক ব্যক্তি। মূলত এত পরিমাণ অর্থ জেতার আনন্দেই বেশ উত্তেজিত হয়ে যান তিনি। আর এ থেকেই এ ঘটনা।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে এক ব্যক্তি একটি ব্যাকারেট টেবিলের কাছে মেঝেতে পড়ে যান। 

এতে করে সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ভিড় করেন। কেউ কেউ ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসেন। এছাড়া, চিকিত্সকরা এসে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। 

ওই ক্যাসিনো সংশ্লিষ্টরা ক্যাসিনোডটওআরজিকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তিনি সেরে উঠছেন। অবশ্য ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

ক্যাসিনোতে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জুয়ার টেবিলে এক ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ওই ঘটনার ছয় মাস পর ৪৮ বছর বয়সে জাগোলিনজার নামের ওই মার্কিন নাগরিকের মৃত্যু হয়।

তাসমিম

×