ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভিসা জালিয়াতিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা

কূটনৈতিক  রিপোর্টার:

প্রকাশিত: ১৩:৩০, ২১ এপ্রিল ২০২৫

ভিসা জালিয়াতিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা

একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না,মন্তব্য করেছেন  ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেইসবুকে এমন মন্তব্য করা হয়। সেখানে ভিসা জালিয়াতিতে জড়িতরা কখনো তাদের তথা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না বলেও উল্লেখ করা ।  


ভেরিফাইড ফেইসবুকে বলা হয়, ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি কেরার মাধ্যমে কেউ যদি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে সারাজীবনের জন্য  সে দেশের প্রবেশের সুযোগ হারাতে হবে।


এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। পোস্টে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

এর আগে গত রোববার (১৩ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একই সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মিথ্যা তথ্য প্রদান বা ভুয়া নথিপত্র জমা দেয়া গুরুতর অপরাধ। এমন কোনও জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।

আফরোজা

×