ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ইঙ্গিত

ট্রাম্প-নেতানিয়াহুর নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ৮ এপ্রিল ২০২৫

ট্রাম্প-নেতানিয়াহুর নতুন পরিকল্পনা

ওভাল অফিসে বৈঠক করেন ট্রাম্প ও নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠকে। বৈঠকের সময় হোয়াইট হাউসের গেটে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেন। হাতে পতাকা, মুখে স্লোগান গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন জনতা। এমন উত্তপ্ত প্রেক্ষাপটেই হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় মঙ্গলবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসি ও আলজাজিরার।
এদিকে গত ১২ ঘণ্টা ধরে ইসরাইলি বিমান হামলায় দেইর আল বালাহ শহরের পশ্চিম অংশে ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে। অন্যদিকে গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার ইসরাইলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছে।

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করে বলেন, আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে তারা সমর্থন জানান। নেতানিয়াহু জানান, গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখ- আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উসকে দিয়েছে। একইসঙ্গে তিনি আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন।

অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেপ্তার এবং উচ্ছেদ করা হচ্ছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেইর আল বালাহ থেকেও এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আলজাজিরার এক সাংবাদিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধোঁয়া এবং ধুলোয় সম্পূর্ণরূপে ঢেকে গেছে রাফার পূর্বাঞ্চল। গাজায় ইসরাইলি বাহিনীর হাতে নিহত ১৫ ফিলিস্তিনি প্যারামেডিক এবং বেসামরিক জরুরি কর্মীর ময়নাতদন্ত করা হয়েছে। তাতে দেখা গেছে, তাদের হত্যার উদ্দেশ্যে শরীরের ওপরের অংশে গুলি করা হয়েছিল।

আরো পড়ুন  

×