ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:৫২, ৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে শনিবার ওয়াশিংটন মনুমেন্ট গ্রাউন্ডে বৃহত্তম বিক্ষোভ সমাবেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে সহস্রাধিক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সরকার পরিচালনায় নতুন প্রশাসনের অতি রক্ষণশীল নীতির প্রতিবাদে স্থানীয় সময় শনিবার মাঠে নামে মার্কিনিরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিক্ষোভ আয়োজনকারী একটি গোষ্ঠী, ইনডিভাইজিবল এর সহ-প্রতিষ্ঠাতা আজরা লেভিন বলেছেন, ট্রাম্প, মাস্ক, রিপাবলিকান সমর্থক- যারাই তাদের মাগা (মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন) পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, বিক্ষোভের মাধ্যমে তাদের সবার কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়। আমাদের গণতন্ত্র, সমাজ, শিক্ষাঙ্গন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের জীবনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ আমরা চাই না।
এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ডস অফ!’ নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন পররাষ্ট্র ও জাতীয় নীতিতে নাটকীয় পরিবর্তন আনছেন ট্রাম্প, যা অসন্তুষ্ট করছে অনেককে। ফলে, তার বিরোধীরা এই বিক্ষোভ কর্মসূচির ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে।
আয়োজকরা জানিয়েছেন, প্রায় ১৫০টি কর্মী সংগঠন এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার দুইশ’টি বিক্ষোভ সমাবেশ ছাড়াও কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও পর্তুগালে কর্মসূচি রয়েছে। ওয়াশিংটনের ন্যাশনাল মলে অন্যতম বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়।

×