
মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যক্রম বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান লিল্যান্ড ডুডেক। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে ওই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তিনি। আদালতের পক্ষ থেকে রায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে জানিয়ে এক বিবৃতিতে ডুডেক বলেছেন, সংস্থাটি বন্ধ করা হচ্ছে না। খবর রয়টার্সের।
জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি ব্যয় কমানোর জন্য উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। ধনকুবের ইলন মাস্ককে এই কাজে সহায়তার জন্য দায়িত্ব দিয়েছেন। তাদের দাবি, সামাজিক নিরাপত্তার নামে ব্যাপক জালিয়াতি হয়েছে। তাই জালিয়াতদের শনাক্ত করতে মাস্কের নেতৃত্বাধীন সরকারি সক্ষমতা বিভাগকে (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) সামাজিক নিরাপত্তা সংস্থার তথ্যভাণ্ডারে স্বাধীন প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক এলেন লিপটন হল্যান্ডার রায় দেন যে, মাস্কের কর্মীরা ব্যক্তিগত তথ্যে অবাধ প্রবেশাধিকার পাচ্ছেন।