ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইউএসএআইডির বিপুল সংখ্যক নথি ধ্বংসের নির্দেশ

প্রকাশিত: ২১:১৬, ১২ মার্চ ২০২৫

ইউএসএআইডির  বিপুল সংখ্যক নথি ধ্বংসের নির্দেশ

মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বিপুল নথিপত্র ধ্বংসের আদেশ দিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। বুধবার আদালতে দায়েরকৃত অভিযোগে এই দাবি তোলা হয়। মার্কিন সরকারি কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। এতে বলা হয়েছে, সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরিকা কার কর্মীদের গোপনীয় নথি ধ্বংসের আদেশ দেন। খবর রয়টার্সের।
অভিযোগে কারের লেখা একটি মেইলকে আলামত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ওই মেইলে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক নথি আগে শ্রেড (কেটে কুটি কুটি করা) করুন। সেটি সম্ভব না হলে পুড়িয়ে ফেলুন। অবশ্য ওই মেইলে এটা স্পষ্ট নয়, কোনো নথি ধ্বংসের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগকারীরা বলেছেন, তড়িঘড়ি বিপুল সংখ্যক নথিপত্র ধ্বংস করা সরকারি নথি সংরক্ষণ আইনের লঙ্ঘন।

×