![গ্রিনল্যান্ড বিক্রি নয় বরং ক্যালিফোর্নিয়া কিনতে চায় ডেনমার্ক! গ্রিনল্যান্ড বিক্রি নয় বরং ক্যালিফোর্নিয়া কিনতে চায় ডেনমার্ক!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-89-2502111642.jpg)
একটি চাঞ্চল্যকর প্রস্তাবের সাথে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। ডেনমার্কের একটি সামাজিক সংগঠন, ‘ডেনমার্কিফিকেশন’, যুক্তরাষ্ট্রকে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের গ্রীনল্যান্ড কিনে নেওয়ার দাবির প্রতিক্রিয়ায় তারা বলছে, গ্রীনল্যান্ড কেন, বরং যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার দিকে নজর রাখা উচিত! হ্যাঁ, ঠিক শুনেছেন, ক্যালিফোর্নিয়া কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ডেনমার্ক।
ডেনমার্কিফিকেশন নামক সংগঠনটি বলছে, ক্যালিফোর্নিয়া কিনে নেওয়ার মাধ্যমে ডেনমার্কের ভূখণ্ড বাড়ানো যেতে পারে। এবং এজন্য তারা অনলাইনে শুরু করেছে একটি গণস্বাক্ষর অভিযান, যা ইতোমধ্যে দুই লাখ মানুষের স্বাক্ষর লাভ করেছে।
তারা দাবি করছে, ক্যালিফোর্নিয়ার সুর্য্যালোক, শক্তিশালী প্রযুক্তি খাত এবং বিশ্বের বিখ্যাত অ্যাভোকাডো টোস্ট ও ডিজনি ল্যান্ডের সুবিধা তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এর মাধ্যমে ডেনমার্কও বিশ্ব প্রযুক্তি খাতে শক্তিশালী হয়ে উঠবে।
সেই সাথে, ডেনমার্কের পক্ষে আরো একটি প্রস্তাব এসেছে – ক্যালিফোর্নিয়া কিনতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এক ট্রিলিয়ন ডলার দেওয়া হবে। আর এর জন্য ডেনমার্কের নাগরিকদের প্রত্যেককে ১৮,০০০ ডলার করে অনুদান দিতে হবে। ট্রাম্পকে উপহাস করে, তারা আরও একটি হাস্যকর প্রস্তাব দিয়েছে – বিনিময় মূল্য হিসেবে ডেনমার্ক তাদের বিখ্যাত ডেনিশ পেস্ট্রি সরবরাহ করবে।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়া স্বাধীনতা প্রাপ্তির জন্য আগেই আন্দোলন শুরু করেছিল। 'ক্যালেক্সিট' নামক আন্দোলনটি যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়ার বিচ্ছিন্নতার দাবি করছে, যা ব্রেক্সিটের সাথে তুলনীয়। সম্প্রতি, ক্যালিফোর্নিয়া স্বাধীনতা পেতে গণভোট আয়োজনের চেষ্টা চালাচ্ছে। তবে, এটি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সম্ভব নয়, কিন্তু তবুও আন্দোলনকারীরা নিজেদের সংগ্রাম অব্যাহত রেখেছে।
বিশ্বব্যাপী ক্যালিফোর্নিয়া একমাত্র একটি অঙ্গরাজ্য হিসেবে, এককভাবে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়া যুক্তরাজ্যের চেয়েও বড় অর্থনৈতিক শক্তি। তবে, ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে ট্রাম্পের বিরূপ মনোভাব অনেকটা সুপরিচিত। একবার তিনি ক্যালিফোর্নিয়াকে 'যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে ও নষ্ট হয়ে যাওয়া অঙ্গরাজ্য' বলে মন্তব্য করেছিলেন।
এ অবস্থায়, ক্যালিফোর্নিয়ার স্বাধীনতাকামী অংশকে নতুনভাবে উজ্জীবিত করতে ডেনমার্কিফিকেশন সংগঠনটি তাদের প্রস্তাব দিয়ে আরও বড় একটি উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রস্তাব ক্যালিফোর্নিয়ার স্বাধীনতা আন্দোলনকে নতুন মাত্রা দিতে পারে।
ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই, গ্রীনল্যান্ড, কানাডা, গাজাসহ বিভিন্ন অঞ্চল কিনে নেওয়ার হুমকি দিয়েছেন। এর ফলে, তার কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে বিশ্ব। তবে, ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণে থাকা গ্রীনল্যান্ড বিক্রি করার ব্যাপারে ট্রাম্পের প্রস্তাব শক্তভাবে প্রত্যাখ্যান করেছে, জানিয়ে দিয়েছে যে, গ্রীনল্যান্ড কোন অবস্থাতেই বিক্রির জন্য নয়।
সূত্র:https://tinyurl.com/4hykxeud
আফরোজা