ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

গাজা কিনতে যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ

প্রকাশিত: ২০:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

গাজা কিনতে যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত প্রস্তাব পুনরায় তুলে ধরে ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডকে ‘কিনে নেওয়া ও মালিকানা নেওয়ার’ বিষয়ে তিনি সংকল্পবদ্ধ।
রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজাকে একটি ‘বড় রিয়েল এস্টেট সাইট’ হিসেবে বিবেচনা করা উচিত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে এর পুনর্গঠনের দায়িত্ব দেওয়া যেতে পারে। খবর আলজাজিরার।
নিউ অরলিন্সে সুপার বোলে যোগ দেওয়ার পথে ট্রাম্প বলেন, ‘আমরা যদি গাজা পুনর্গঠনের কথা ভাবি, তাহলে এর বিভিন্ন অংশ নির্মাণের দায়িত্ব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর হাতে তুলে দিতে পারি। অন্যরাও আমাদের তত্ত্বাবধানে এটি করতে পারে। ’ ‘কিন্তু আমরা এটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করব হামাস যেন ফিরে আসতে না পারে। আসার মতো কিছুই নেই সেটি এখন এক ধ্বংসস্তূপ। ’
বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে চাইবেন না, এমনটি দাবি করেন ট্রাম্প। তার এমন দাবি ফিলিস্তিনি প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ‘যদি আমরা তাদের জন্য নিরাপদ কোনো বাসস্থানের ব্যবস্থা করতে পারি তাহলে গাজায় ফেরার বিষয়টি তাদের কাছে আর গুরুত্বপূর্ণ থাকবে না। তারা ফিরে যেতে চায় শুধুমাত্র বিকল্পের অভাবে। যখনই তাদের বিকল্প থাকবে, তারা গাজায় ফিরতে চাইবে না,’ বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই - এরদোয়ান ॥ যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এএফপি’র খবরে বলা হয়, রবিবার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরানো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।

×