![১০ আরোহী নিয়ে মার্কিন বিমান নিখোঁজ ১০ আরোহী নিয়ে মার্কিন বিমান নিখোঁজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/31-2502071454.jpg)
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ আরোহী নিয়ে ছোট একটি সেসনা বিমান নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সিএনএন। রাজ্য পুলিশ আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের বিমানটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউন্ড উপসাগর।
সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে বিমান নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে বিমান নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে; কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে। মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ বিমানটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ। বৈরী আবহাওয়া ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জনসাধারণকে নিজেদের মতো অনুসন্ধান দল গঠনে বারণ করেছে দমকল বিভাগ। কোস্ট গার্ড জানিয়েছে, বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়।
নর্টন সাউন্ড হেলথ কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে। যাত্রীদের স্বজনদের জন্য ‘ফ্যামিলি সেন্টার’ খুলেছে নর্টন সাউন্ড আঞ্চলিক হাসপাতাল, যাতে সেখান থেকে তারা নিখোঁজদের খোঁজখবর নিতে পারেন।
ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের এইচসি-১৩০ বিমানকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ বিমানটির সবশেষ অবস্থান ছিল।