![রিপাবলিকানদের মধ্যে বিভক্তি রিপাবলিকানদের মধ্যে বিভক্তি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/16-2502061412.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাবে খোদ রিপাবলিকানরা বিভক্ত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে তার অনেক রিপাবলিকান সহকর্মী বিভ্রান্তি ও সংশয় প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের সাহসী ও স্পষ্ট ধারণাকে সমর্থন করেছেন অনেকে। এদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ডিস্ট্রিক আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।
এদিকে সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির সরকারি জাহাজ পানামা খাল দিয়ে কোনো রকম টোল ছাড়ায় চলাচল করতে পারবে। ইউ স্টেট ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, এর ফলে বছরে যুক্তরাষ্ট্র সরকারের মিলিয়ন ডলার ব্যয় কমবে। এছাড়া মেয়ে ও নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) অংশগ্রহণ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ আদেশে সই করেন তিনি। বুধবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রস্তাব করেন যে যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং একে পুনর্গঠন করবে। এজন্য ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন করা হবে। ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে এবং কংগ্রেসের রিপাবলিকানরাও অনেকে ভিন্নমত পোষণ করেন। এমনকি যারা ট্রাম্পের বিদেশি সাহায্য বন্ধ করা এবং হাজার হাজার ফেডারেল কর্মীকে অপসারণের মতো উদ্যোগের সঙ্গে একমত হয়েছেন, তারাও ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে একমত হতে পারেননি। ভিন্নমত পোষণ করা আইন প্রণেতারা বলেছেন যে তারা এখনো ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দুই রাষ্ট্র সমাধানের পক্ষে।