ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের!

প্রকাশিত: ০৯:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের!

ছবি: সংগৃহীত

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের পাশাপাশি সিরিয়া, জর্ডান এবং লেবাননে প্রায় ৩ মিলিয়ন ফিলিস্তিনিও মানবিক সহায়তার জন্য নির্ভরশীল। গাজা উপত্যকায় অবস্থিত ৬ লাখ ৫০ হাজার শিশুর শিক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা প্রদানসহ মানবিক সহায়তা বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জাতিসংঘের প্যালেস্টাইন রিফিউজী এজেন্সি (ইউএনআরডাব্লিউএ)। অক্টোবর ৭ তারিখে হামাসের হামলার পরও এ সংস্থা গাজাবাসীকে চিকিৎসা সেবা প্রদান এবং খাদ্যসহ অন্যান্য সহায়তা পৌঁছানোর কাজ অব্যাহত রেখেছে।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইউএনআরডাব্লিউএর তহবিল স্থগিত করলেও, বাইডেন প্রশাসন তহবিল পুনরুদ্ধার করেছে। যুক্তরাষ্ট্র ছিল এ সংস্থার সবচেয়ে বড় দাতা। ২০২২ সালে ৩৪৩ মিলিয়ন ডলার এবং ২০২৩ সালে ৪২২ মিলিয়ন ডলার প্রদান করেছে।

ইসরায়েল বহু বছর ধরে ইউএনআরডাব্লিউএকে তার শিক্ষাক্রমে ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্বের অভিযোগ করেছে, যদিও সংস্থাটি এসব অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল দাবি করেছে, গাজায় ইউএনআরডাব্লিউএর ১৩ হাজার কর্মচারীর মধ্যে ১৯ জন হামাসের হামলায় অংশ নিয়েছিল। এরপর তাদের চাকরি স্থগিত করা হয়, এবং জাতিসংঘ তদন্তে ৯ জনের ভূমিকা সন্দেহজনক বলে প্রমাণিত হয়।

এই পরিস্থিতি ইউএনআরডাব্লিউএর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, তবে গাজার মানুষের জন্য সংস্থার সহায়তা অব্যাহত রয়েছে।

শিহাব

×