যুক্তরাষ্ট্র থেকে ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এসব অভিবাসীকে প্রায় ছয় ঘণ্টা আগে মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে করে টেক্সাসের এল পাসো থেকে ভারতে পাঠানো হয়েছে। এক নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সূত্র জানায়, প্রত্যেক ভারতীয় নাগরিকের পরিচয় যাচাই করা হয়েছে, যার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে, এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় ভারত সরকারও অংশগ্রহণ করছে। এটি হতে পারে প্রথম কোনো ফ্লাইট, যা যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
এনডিটিভি আরো জানিয়েছে, এই ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর জন্য মার্কিন বিমানবাহিনীর বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমান ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে, এই বিমানটি সাধারণত ২০৫ যাত্রী ধারণ করতে সক্ষম, তবে এর ভেতরে অতিরিক্ত এয়ার-ট্রান্সপোর্টেবল গ্যালি বা রান্নাঘর স্থাপন করা হলে টয়লেটের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা রয়েছে।
এবারের এই প্রত্যাবর্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে ঘটেছে। এর আগেও, মার্কিন সামরিক বিমানগুলো গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাস থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করেছে।
এই সময়েই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করছেন, যা তার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সফর হবে। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ইতিমধ্যে জানিয়েছিলেন, ভারত সরকার অবৈধভাবে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে প্রস্তুত। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফিরিয়ে নিতে ভারতের কোনো সমস্যা নেই।
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে ভারতীয় নাগরিকরা অন্তর্ভুক্ত। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, ভারত ও যুক্তরাষ্ট্র একযোগে প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর তালিকা চিহ্নিত করেছে। এর আগে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন নীতি আরও কঠোর করেছে, এবং ট্রাম্প বারবার বলেছিলেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বহিষ্কার অভিযান শুরু করবেন।
ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নে সামরিক বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, এবং তিনি মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করার পাশাপাশি, অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক বিমানও ব্যবহার করছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=XiEsXDGhXaM
আফরোজা