ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ট্রাম্পের কঠোর শুল্কনীতির প্রভাব

বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা

প্রকাশিত: ২০:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫

বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা

ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের দুই সপ্তাহ পার হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের তিন প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন। তার এই নীতি বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যে ২৫ শতাংশ এবং চীন থেকে আমদানি করা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে কানাডা, চীন ও মেক্সিকো পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এতে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে, প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ট্রাম্পের প্রথম পদক্ষেপ মাত্র। সামনে তার আরও কঠোর শুল্ক আরোপের পরিকল্পনা থাকতে পারে। ট্রাম্পের সিদ্ধান্তের ফলে তার বাণিজ্যনীতির কঠোর অবস্থান সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সেটি দূর হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার আগে কানাডা ও মেক্সিকোর কর্মকর্তারা ওয়াশিংটনে দৌড়ঝাঁপ করছিলেন, যাতে তারা যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারেন উত্তর আমেরিকার ঘনিষ্ঠভাবে সংযুক্ত অর্থনৈতিক অঞ্চলে এমন শুল্ক আরোপ হবে সম্পূর্ণ বিপরীতমুখী। তবে তাদের কথায় কর্ণপাত করেননি ট্রাম্প। শুল্কের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে কেবল কানাডার তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে, যা ১০ শতাংশ হারে শুল্কের আওতায় থাকবে। চীনের ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক তুলনামূলক কম মনে হলেও এটি আগে থেকে চলমান ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে দেশটির সঙ্গে নতুন করে বাণিজ্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের প্রথম প্রশাসনে তার প্রধান লক্ষ্যবস্তু ছিল চীন, যেখানে প্রায় ৩৭০ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল। এবার কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা প্রায় ৯০০ বিলিয়ন ডলারের পণ্য শুল্কের আওতায় আনা হয়েছে। এমনকি স্মার্টফোন, কম্পিউটার ও খেলনার মতো ভোক্তা-সংশ্লিষ্ট পণ্যও এবার শুল্কের আওতায় এসেছে, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে এড়িয়ে গিয়েছিলেন। আগেরবারের তুলনায় এবারের শুল্ক ব্যবস্থা দ্রুত কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ধাপে ধাপে শুল্ক আরোপ করেছিলেন, যা ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য সময় দিয়েছিল। এবার ৪ ফেব্রুয়ারি থেকেই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। তিনি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যার মাধ্যমে তিনি এই শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন।

×