ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

কানাডার পাল্টা জবাব: যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ

প্রকাশিত: ১৩:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

কানাডার পাল্টা জবাব: যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ

কানাডা ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের নতুন টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্কের পাল্টা জবাবে ২৫% শুল্ক আরোপ করা হবে মার্কিন পণ্যের ওপর। ট্রুডো স্পষ্টভাবে জানান, "আমাদের দেশের স্বার্থের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।"


কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাড়ে ১৫,০০০ কোটি কানাডিয়ান ডলারের মার্কিন আমদানির ওপর এই ২৫% শুল্ক আরোপ করা হবে, যার মধ্যে প্রথম ধাপে $৩০০০ শুল্ক মঙ্গলবার থেকেই কার্যকর হবে, এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে। ট্রুডো আরও বলেন, "এটা আমাদের শুল্ক পদ্ধতির একটি শক্তিশালী প্রক্রিয়া, যা যুক্তরাষ্ট্রের গতিবিধির সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে।"


কানাডার এই পদক্ষেপ শুধু দুই দেশের সম্পর্কের ওপরই প্রভাব ফেলবে না, বরং বিশ্ব বাণিজ্য ব্যবস্থাও অস্থির হয়ে পড়তে পারে। ইতোমধ্যে, মেক্সিকোর প্রেসিডেন্ট এবং চীনও নিজেদের অবস্থান স্পষ্ট করে এমন হুঁশিয়ারি দিয়েছে, যা ভবিষ্যতে বাণিজ্য সম্পর্ককে আরো জটিল করে তুলবে।


পাশাপাশি, কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও, ট্রুডো স্পষ্টভাবে জানিয়েছেন যে, "আমরা কখনোই এমন একটি পদক্ষেপ নিতে চাইনি, তবে আমাদের দেশের স্বার্থের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।"


সূত্র:https://tinyurl.com/2njd9r6c

আফরোজা

×