ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ট্রাম্পের সিদ্ধান্তে ডেমোক্র্যাটিকদের ক্ষোভ

প্রকাশিত: ১২:২৩, ২৬ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের সিদ্ধান্তে ডেমোক্র্যাটিকদের ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত।

ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের একটি জোট শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাধীন পরিদর্শক জেনারেলদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, ট্রাম্প বেআইনিভাবে এবং জনগণ বা কংগ্রেসকে কোনও নোটিশ না দিয়ে একাধিক পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেছেন।

শনিবার এক চিঠিতে ডেমোক্র্যাটরা জানান, “আমরা আপনার কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি, যেখানে আপনি রাতের অন্ধকারে একতরফাভাবে পরিদর্শক জেনারেলদের বরখাস্ত করেছেন, যা আইন লঙ্ঘন ও গণতন্ত্রের প্রতি আক্রমণ।” তারা দাবি করেন, ট্রাম্পের এই পদক্ষেপ ফেডারেল আইন লঙ্ঘন করছে, যা ৩০ দিনের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রাখে।

চিঠির সইকারী আইনপ্রণেতাদের মধ্যে ছিলেন রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিন ওয়াটার্স, জেমি রাসকিন, অ্যাডাম স্মিথ, বেনি থম্পসন, গ্রেগরি মিকস, এবং ব্রেন্ডান বয়েল। তারা ট্রাম্পের এই পদক্ষেপকে অনৈতিক এবং আমেরিকান জনগণের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, সেনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির চেয়ারম্যান সুসান কলিন্সও ট্রাম্পের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, “এমন ব্যক্তিদের বরখাস্ত করা যারা দুর্নীতি ও অপচয় খুঁজে বের করেন, তা কোনোভাবেই বোধগম্য নয়।”

প্রাক্তন হাউস মেজরিটি লিডার চাক শুমার এই বরখাস্তের পদক্ষেপকে “ভীতিকর শুদ্ধি অভিযান” হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে, এই ঘটনায় হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র: https://www.facebook.com/100059352919301/posts/984712003517221/?rdid=l3T8O1rXDkikgZYO#

সায়মা ইসলাম

×