ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

বাইডেন রাজি না হওয়া সেই বোমা ইসরায়েলের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:০৮, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:১০, ২৬ জানুয়ারি ২০২৫

বাইডেন রাজি না হওয়া সেই বোমা ইসরায়েলের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী

গাজার হামাস ও ইজরায়েলের যুদ্ধবিরতি চলছে। কিন্তু পরিস্থিতি এমনই, যেন বারুদের স্তূপের উপরে রয়েছে সবটাই। যে কোনও মুহূর্তে ফের ঘটে যেতে পারে ভয়াবহ বিস্ফোরণ। এই পরিস্থিতিতে বাইডেন রাজি না হওয়া সেই বোমা এবার ইসরায়েলের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প।

সদ্য মসনদে বসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, বাইডেন প্রতিশ্রুতি দিয়েও যা পাঠাননি, সেই দুই হাজার পাউন্ড বোমা তিনি পাঠাচ্ছেন ইজরায়েলে।

স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প লেখেন, ‘অনেক জিনিস যা ইজরায়েল অর্ডার করেছিল এবং যে জন্য অর্থও প্রদান করেছিল, কিন্তু বাইডেন পাঠাননি, এখন তা রওনা দিয়েছে!’ 

উল্লেখ্য, এই বোমাগুলো বাইডেনের আমলেই পাঠানোর কথা ছিল। কিন্তু ডেমোক্র্যাট নেতা তা পাঠানোর ঝুঁকি নেননি। বাইডেন প্রশাসনের দাবি ছিল, ওই বোমা হাতে পেলে ইজরায়েল তা গাজায় সাধারণ মানুষের বসতির উপরে ফেলতে পারে। বিশেষ করে রাফার মতো অঞ্চলে ওই বোমা পড়লে বহু নিরীহ মানুষ প্রাণ হারাবেন। এমনই আশঙ্কা করে ইজরায়েলকে ওই মারণাস্ত্র দিতে রাজি হয়নি বাইডেন সরকার। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সবুজ সংকেত দিলেন এই সিদ্ধান্তে। 

ট্রাম্পের মতোই বাইডেনও ইজরায়েলের বন্ধুই ছিলেন। গাজায় মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর অভিযোগের পরও তারা সেই অবস্থান থেকে সরে আসেননি।

এদিকে, হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও পরিস্থিতি এখনও অস্থির। ইতোমধ্যেই বেশ কিছু পণবন্দিকে মুক্তিও দিয়েছে হামাস। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে তাদের জানিয়েছিলেন, ২০ জানুয়ারি তিনি শপথ নেওয়ার আগেই যেন হামাস সব পণবন্দিদের ছেড়ে দেয়। শেষপর্যন্ত তা না হলেও শুরু হয়েছে প্রক্রিয়া। কিন্তু ইজরায়েল ও হামাস উভয়পক্ষের দিকে আঙুল তোলা বন্ধ করেনি। তুলেছে সহযোগিতা না করার অভিযোগ। সূত্র: সংবাদ প্রতিদিন। 

এম হাসান

×