ছবি: সংগৃহীত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের প্রেমের গুঞ্জন আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। গত বছর ইনটাচ ম্যাগাজিন-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়, "জেনিফার ও বারাকের সত্য গল্প।" সম্প্রতি বারাক ওবামা এবং মিশেল ওবামার মধ্যকার সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় এই গুজব নতুন করে তীব্র হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পুরোনো একটি সাক্ষাৎকারে জেনিফার অ্যানিস্টন এই বিষয়ে রসিকতার সঙ্গে মন্তব্য করেছেন। জিমি কিমেল লাইভ! অনুষ্ঠানে তিনি নিজের সম্পর্কে বিভিন্ন ট্যাবলয়েড গুজব নিয়ে কথা বলেন, যার মধ্যে বারাক ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়টিও ছিল।
অ্যানিস্টন মজা করে বলেন, "প্রতিদিন পাবলিসিস্টের কাছ থেকে যেসব কল আসে, তার মধ্যে এমন কিছু গুজব শোনার পর আমি হতাশ হই না। বরং এটি মজার। আমি এতে রাগ করিনি।" তিনি আরও বলেন, "আমি মিশেলকে (ওবামা) বেশি চিনি, বারাককে নয়।"
সূত্র: https://www.facebook.com/100064789567943/posts/1178636957639279/?rdid=uB0WB7qkGZZJkuri#
সায়মা ইসলাম