হামলার ঘটনায় স্কুলে লোকজনের ভিড়
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিরের এন্টিওচ স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন্দুকধারীসহ দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।
মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, ১৭ বছর বয়সী ছাত্রটি গুলি চালানোর দুই মিনিট পরে পুলিশ ৯১১ নম্বরে প্রথম কলটি পায়। বন্দুকধারী একজন শিক্ষার্থীকে হত্যা করার পর নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তৃতীয় শিক্ষার্থী একটি ছোট আঘাত পেয়েছে, আর চতুর্থ শিক্ষার্থী পড়ে যাওয়ার কারণে মুখে আঘাত পেয়েছে, তবে গুলি চালানোর ফলে সরাসরি আহত হয়নি। তাকে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
নিহত দুইজন হলেন, শিক্ষার্থী ১৬ বছর বয়সী জসেলিন কোরিয়া এসক্যালান্টে এবং বন্দুকধারীস হিসেবে ১৭ বছর বয়সী সোলোমন হেন্ডারসন। পুলিশ বর্তমানে আহত শিক্ষার্থীদের পরিচয় যাচাই করছে।
এদিকে, প্রায় দুই বছর আগে ন্যাশভিলের দ্য কোভেন্যান্ট স্কুলে শুটিংয়ের ঘটনায় তিনজন ৯ বছর বয়সী শিক্ষার্থী এবং তিনজন স্টাফ নিহত হয়। সেই ঘটনার বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছিল।
সূত্র: দ্য টেনেসিয়ান ও এপি।
এম হাসান