ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এবার লস অ্যাঞ্জেলেসের অদূরেই নতুন দাবানল, ছড়িয়ে পড়ছে দ্রুত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৫৯, ২৩ জানুয়ারি ২০২৫

এবার লস অ্যাঞ্জেলেসের অদূরেই নতুন দাবানল, ছড়িয়ে পড়ছে দ্রুত

নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

নতুন করে আগুন লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায় বুধবার (২২ জানুয়ারি) রাতে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। পালিসেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ-সংলগ্ন এলাকা। দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ৩১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায়  ৯,৪০০ একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে আগুন। শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৪৫ মাইল উত্তর-পশ্চিমে কাস্টেইক লেকের কাছে পাহাড়ি এলাকায় আগুনের ঘটনা ঘটে। এই এলাকাটি বেশ কিছু আবাসিক এলাকা ও স্কুলের সীমানা ঘেঁষে।

হিউজ ফায়ারের পাশাপাশি, সান ডিয়েগো ও ওশেনসাইডের কাছে আরও দুটি ছোট আগুন- লিলাক ফায়ার (৮৫ একর) এবং বার্নার্ডো ফায়ার (৩.৯ একর) শুরু হয়েছে। এগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এলাকা রেড ফ্ল্যাগ ওয়ার্নিং-এর আওতায় রয়েছে, যা উচ্চ অগ্নি-ঝুঁকির ইঙ্গিত দেয়। বাতাসের গতি ২০-৩০ মাইল প্রতি ঘণ্টা হলেও দিনের বেলা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ৩১ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ এবং ২৩ হাজার মানুষকে সতর্ক করা হয়েছে।

কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোনে বলেছেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আনা কঠিন, তবে আমরা কিছুটা এগিয়ে আছি।’

ক্যাল ফায়ারের এড ফ্লেচার বলেছেন, এখনো বাতাসের গতিবেগ কম, যা নিয়ন্ত্রণে সহায়ক। তবে তিনি সতর্ক করেছেন, যদি আগুন কাস্টেইক লেক অতিক্রম করে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

এক বাসিন্দা উল্লেখ করেছেন, ‘এটা দেখে মনে হচ্ছিল আমরা নরকের দিকে গাড়ি চালাচ্ছি।’

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আগুন নেভাতে সাহায্য করতে পারে। তবে এর ফলে কাদা ধস, বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বেড়ে যেতে পারে, বিশেষত যেখানে মাটি আগুনে পুড়ে গেছে।

গভর্নর গ্যাভিন নিউজম একটি নির্বাহী আদেশে এই পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্বেগ বাড়ছে এবং দাবানল মোকাবিলায় আরও প্রস্তুতির প্রয়োজনীয়তা প্রকাশ পাচ্ছে।

সূত্র: বিবিসি।

এম হাসান

×