ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন করে আসছে ভয়াবহ দাবানল, প্রচুর হতাহতের আশঙ্কা!

প্রকাশিত: ১৫:৩৬, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:১৭, ২২ জানুয়ারি ২০২৫

নতুন করে আসছে ভয়াবহ দাবানল, প্রচুর হতাহতের আশঙ্কা!

ছবি: সংগৃহীত

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন দুঃখ হয়ে আসছে আরো ভয়ংকর নতুন দাবানল। মিলেছে এমন পূর্বাভাস। দানবীয় আগুন ধ্বংস করে দিয়েছে পুরো লস এঞ্জেলেসকে। বিলাসবহুল বাড়িঘরগুলো এখন ধ্বংসস্তুপ। সব শেষ করে দিয়ে কিছুটা দূর্বল হয়েছিল এই দাবানল। কিন্তু, বোধ করে একটু বিরতি নিয়েছিল ভয়ংকর স্যান্টানা বাতাস। আবারো সনাপের মতো ফনা তুলতে চলেছে শয়তানের নিঃশ্বাসখ্যাত এই ঝড়ো বাতাস।

নতুন দাবানল ডানা মেলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। সবাইকে সর্বোচ্চ সতর্ক করেছেন মেয়র কারেন্ট বাস। সোমবার নতুন এ সতর্কতা দিয়ে তিনি বলেছেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। লস এঞ্জেলেস এবং অংধীদার দমকল কর্মীদের আগে থেকেই মোতায়েন করা হয়েছে। 

শুধু তাই নয় নতুন করে মানুষকে সরিয়ে নেয়ার ব্যাপারেও সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন মেয়র। 

পূর্বাভাস সেন্টারও পরিস্থিতি বিপজ্জনক বলে সতর্কতা জারি করেছে, যাকে বলা হচ্ছে চূড়ান্ত সতর্কতা। 

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=UIcI-4KvwnQ

শিহাব

×