ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিশিগানে ভয়াবহ শৈত্য প্রবাহ:হিমাঙ্কের নিচে তাপমাত্রা

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৩:১০, ২২ জানুয়ারি ২০২৫

মিশিগানে ভয়াবহ শৈত্য প্রবাহ:হিমাঙ্কের নিচে তাপমাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে চলতি শীত মৌসুমে ভয়াবহ শৈত্য প্রবাহের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এ পরিস্থিতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, বিশেষ করে মাটি এমনভাবে জমে গেছে যে, কবর খুঁড়াও অসম্ভব হয়ে পড়েছে। মাটির তাপমাত্রা এমনকি বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, যা চরম আতঙ্কের সৃষ্টি করছে।

তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় মাটিও টাটকা বরফ হয়ে যাচ্ছে বলে জড়িত সংশ্লিষ্টরা জানান।আমেরিকান-বাংলাদেশি সহ সকল ভিনদেশীয় নাগরিকরা এখন স্ব স্ব বাড়ীতে অবস্থান করছেন।নিজেদের পোষা প্রাণী গুলোকেও রাখা হয়েছে বাড়িতে।হিট চালিয়ে বাড়িতে থাকার চেষ্টা  করলেও তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছায়,তা কখনো কোন কোন বাড়ি বা প্রতিষ্ঠানে পুরোপুরি সাপোর্ট করছে না।

হাইওয়ে ও আঞ্চলিক সহ অলিগলির সড়ক গুলো যান শূন্য।গ্রোসারী, রেষ্টুরেন্ট, শপিং মল,পার্ক গুলো ক্রেতা বা দর্শনার্থী উপস্থিতি নেই বললেই চলে।বহু শিক্ষা প্রতিষ্ঠান অবস্থা বুঝে সময়ে সময়ে বন্ধু ঘোষণা করছে। জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বের হলেই,দেহ গুলো যেন কেটে ফেলে দেয়।

বলাবাহুল্য,ওই রকম ভয়াবহ শৈত্য প্রবাহ মোকাবেলা ও নাগরিক সুরক্ষায় ইতিমধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষ ইমার্জেন্সী সতর্কবার্তা দিয়ে দিক নির্দেশনা জারি করেছে। যে কোন বিপদের আশংকায়,যান চালক ও সাধারণ নাগরিকরা রয়েছেন অত্যন্ত সতর্কাবস্থায়।

আফরোজা

×