ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইলন মাস্কের একহাতের ভঙ্গি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাস্ক ডান হাত বুকের ওপর ঠুকে সেটি উঁচু কোণে প্রসারিত করেন। ইন্টারনেট ব্যবহারকারীরা তার এই ভঙ্গিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেছেন।
মাস্ক, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, সমাবেশে বলেন,“এটি কোনো সাধারণ বিজয় নয়। এটি মানব সভ্যতার জন্য একটি মোড় ঘোরানোর মুহূর্ত। এই অর্জনের জন্য আপনাদের ধন্যবাদ।
এই বক্তব্য দেওয়ার সময় তিনি প্রথমে হাত বুকের ওপর রেখে পরে সেটি সামনে উঁচু কোণে প্রসারিত করেন। তিনি একই ভঙ্গি পিছনের দর্শকদের উদ্দেশ্যেও করেন।
মাস্ক বলেন, “আমার হৃদয় আপনাদের জন্য। আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে।”মাস্কের এই ভঙ্গি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হলে তিনি তা উড়িয়ে দেন। মাস্ক তার প্ল্যাটফর্ম X এ লিখেছেন, “অসত্ প্রচারণার জন্য তাদের আরও ভালো উপায় খুঁজে বের করা উচিত।
ইতিহাসবিদ রুথ বেন-ঘিয়াত এই ভঙ্গিকে “একটি নাৎসি স্যালুট এবং খুবই যুদ্ধংদেহী এক ভঙ্গি”হিসেবে উল্লেখ করেছেন। অপর ইতিহাসবিদ ক্লেয়ার অবিন বলেছেন, মাস্কের এই ভঙ্গি ছিল“সিগ হেইল”,যা নাৎসি স্যালুট নামে পরিচিত।
তবে এই বিতর্কের মাঝেও মাস্কের পক্ষে বক্তব্য দিয়েছে অ্যন্টি ডিফেমেশন লীগ (ADL)। তারা বলেছে, “এটি উৎসাহের মুহূর্তে একটি অদ্ভুত ভঙ্গি ছিল, নাৎসি স্যালুট নয়।”ইতিহাসবিদ অ্যারন অ্যাস্টর মাস্কের পক্ষে দাঁড়িয়ে বলেন, “আমি এলন মাস্কের সমালোচনা করেছি অনেক সময়, কিন্তু এই ভঙ্গি নাৎসি স্যালুট নয়।”
একজন ব্যবহারকারী উল্লেখ করেন, মাস্ক গত বছর হলোকাস্ট এবং ইহুদি ইতিহাস সম্পর্কে জানার জন্য আউশউইৎজ এবং ইসরায়েল সফর করেছিলেন।
তিনি লেখেন, “এলন মাস্ক গত বছর আউশউইৎজ সফর করেছিলেন। তাকে নাৎসি হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলকভাবে জনসাধারণকে বিভ্রান্ত করা।”
এ বিতর্কের সময় মাস্কের জার্মানির আসন্ন জাতীয় নির্বাচনে ডানপন্থী‘অলটারনেটিভ ফর জার্মানি’(AfD)দলের প্রতি সমর্থন প্রকাশও বিতর্ককে আরও উস্কে দিয়েছে। AfD দলটি জার্মান নিরাপত্তা সংস্থা কর্তৃক ডানপন্থী চরমপন্থী হিসেবে চিহ্নিত।
সূত্র:-এনডিটিভি
রাসেল