ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শপথ অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:০২, ২১ জানুয়ারি ২০২৫

শপথ অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া

ট্রাম্প ও মেলানিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথগ্রহণ করার পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করছেন। শপথ অনুষ্ঠান শেষে প্রথমবারের মতো সামাজিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এমনকি এ সময় তারা নাচও করেছেন।

মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার সঙ্গে সম্পর্কিত প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। 

ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদেরকে ডোনাল্ড ট্রাম্প ‘রাজনৈতিক বন্দি’ হিসাবে চিহ্নিত করেছেন এবং তিনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

এম হাসান

×