ছবি: সংগৃহীত
প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ ঘোষণা করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। তার ভাষ্যমতে, "ধর্ষকদের উদযাপন করি না।" রবিবার একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্টে ওকাসিও-কর্তেজ জানান, সাংবাদিকরা তার কাছে বারবার জানতে চাইছিলেন তিনি শপথ অনুষ্ঠানে যাবেন কিনা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন,"আমার মনে হয় আমি একটু পুরনো ধাঁচের মানুষ।"
তিনি আরও বলেন, "সুস্পষ্ট করে বলতে চাই: আমি ধর্ষকদের উদযাপন করি না। তাই, না, আমি শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না।" ডানপন্থী অ্যাকাউন্ট "লিবস অফ টিকটক" ভিডিওটি শেয়ার করার পর ওকাসিও-কর্তেজ এক্স (পূর্বে টুইটার)-এ তাদের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৯৮০ থেকে ২০১৩ সালের মধ্যে অন্তত ১৮ জন নারী নানা ধরণের অশালীন আচরণ, যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ এনেছেন। ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন এবং কখনোই ধর্ষণের জন্য ফৌজদারি দায়ে দোষী সাব্যস্ত হননি। তবে তিনি ১৯৯৫ বা ১৯৯৬ সালে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়নের জন্য দেওয়ানি মামলায় দায়ী প্রমাণিত হন। মামলায় ক্যারল ৮৮.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পান।
মে ২০২৩-এ, এক জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী সাব্যস্ত করে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন। সেপ্টেম্বর ২০২৩-এ, আদালত রায় দেয় যে ক্যারলের ধর্ষণের অভিযোগ "যথাযথভাবে সত্য।" এরপর জানুয়ারি ২০২৪-এ ক্যারলকে আরও ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে, ট্রাম্পের পাল্টা মামলা এবং আপিলগুলি ব্যর্থ হয়।
রাসেল